এবার ভোট কুশলী প্রশান্ত কিশোরকে বাদ দিয়েই দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলবেন তৃণমূলনেত্রী। সেই তালিকায় যেমন থাকছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সাধন পাণ্ডে তেমনই থাকতে পারেন বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মণ্ডল, কলকাতা পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, এমনকি জিতেন্দ্র তেওয়ারিও। তবে কবে কার সঙ্গে মমতা বৈঠকে বসবেন তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আগামীকাল থেকেই এই বৈঠক শুরু করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে যতটা সম্ভব বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে ঘর গুছিয়ে নেওয়া। বিক্ষুব্ধ নেতা নেতা চেয়ে ছিলেন তৃণমূলনেত্রী নিজে তাঁদের বৈঠকে ডেকে তাঁদের কথা শুনুন। তাঁদের কোন বিষয়ে ক্ষোভ রয়েছে তা দল জানুক। কিন্তু সেই সময় তৃণমূলের তরফে তাঁদের জন্য কোনও বার্তা দেওয়া হয়নি। কিন্তু হাওয়া ঘুরতে শুরু করে জিতেন্দ্র তিওয়ারির দলছাড়া ও ফের দলে ফিরে আসার পর থেকেই। এখন দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলের বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তবে ফাইনাল বৈঠকে থাকবেন মমতাই। কার কোন বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে, কেন তাঁরা নিজেদের বঞ্চনার শিকার বলে মনে করছেন, দলের সংগঠনে কোথায় কী সমস্যা রয়েছে সে সব কিছু এবার মমতা নিজেই বিক্ষুব্ধদের কাছ থেকে বুঝে নিতে চান।