পশ্চিম মেদিনীপুর থেকে ফের একবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়। দিল্লি সরকার দিলে তা বর্জন হয়। দিল্লি সরকারের গ্যারান্টি কাজে লাগে না। ভোটের আগে গ্যাসবেলুন। ভোট চলে গেলেই গ্যাসবেলুন ফুটো হয়ে যায়।’ এদিন মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের বকেয়ার পাশাপাশি আবাস যোজনার অর্থ নিয়েও সরব ছিলেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে এতবার বলা সত্ত্বেও ১০০ দিনের টাকা দেয়নি তাঁরা। তাই রাজ্য সরকারই ১০০ দিনের টাকা সকলের অ্যাকাউন্টে দিয়েছে। আবাস যোজনায় যে অর্থ বাংলা পাবে তাকেও আটকে রেখেছে কেন্দ্র। তবে এতকিছু করেও বাংলাকে দমিয়ে রাখতে পারবে না।’ আগামী রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। এদিন ব্রিগেডের সভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ব্রিগেডে একটা সভা ডেকেছি। গর্জন সভা। বাংলার গর্জন। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন আমাদের রেলের অনুমতি দেওয়া হল না। এটা কি মগের মুলুক। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামীর গর্জন বাংলাই করবে।’ এদিন মেদিনীপুর শহরের ঐতিহ্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মুখে শোনা যায় মেদিনীপুরের বিপ্লবীদের কথা। স্বাধীনতা সংগ্রামের কথা। তিনি বলেন, ‘এই মাটি আনুগত্যের মাটি। এই মাটি গদ্দারদের সহ্য করবে না। সিপিএম কী করেনি। সবাইকে ভয়ের মধ্যে রেখেছিল। কেউ কথা বলতে পারত না। আজ সেই সিপিএমের হার্মাদরাই বিজেপির গদ্দার হয়েছে। এদের বিশ্বাস করবেন না।’ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুদিন ধরেই গড়িমসি করছে কেন্দ্র। তবে আর নয়, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে।’