কলকাতা দেশ

প্রধানমন্ত্রীকে ফের বকেয়া ৮৫০০ কোটি টাকা মেটানো দাবি মুখ্যমন্ত্রীর, যৌথভাবে কেন্দ্রের সঙ্গে একযোগে টিকা দিতে রাজি রাজ্য

ভ্যাকসিন কবে আসবে জানা নেই কিন্তু ঢিলেমি চলবে নাঃ মোদি

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা লড়াইয়ে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সহায়তা সেরকম পাওয়া যায়নি বলেই প্রধানমন্ত্রীর কাছে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা পর্বে রাজ্য ইতিমধ্যেই ৪ হাজার কোটি টাকা খরচ করেছে। কেন্দ্রের কাছ থেকে এর মধ্যে মিলেছে মাত্র ১৯৩ কোটি টাকা। জিএসটি বাবদ এখনও বকেয়া রয়েছে সাড়ে ৮ কোটি ৫০০ টাকা। সেই টাকা কেন্দ্র দিক।’ একইসঙ্গে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘দুর্গা, কালী আর ছট পুজোর মতো উত্‍সব পালন করা হয়েছে রাজ্যে। তারপর চালু হয়েছে লোকাল ট্রেনও। তা সত্ত্বেও সংক্রমণ আর মৃত্যুর হার কমেছে রাজ্যে। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য, বাইরে থেকে প্রচুর লোক আসা যাওয়া করে। তাই সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে রয়েছে।’ পাশাপাশি, টিকাকরণ পর্বে কেন্দ্রের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত রাজ্য বলেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দ্রুত ভ্যাকসিন জোগাড় করা যায়, ততই ভালো। তাতে সারা দেশের লোকেরই মঙ্গল। এই ক্ষেত্রে কেন্দ্র ও সবপক্ষের সঙ্গেই রাজ্য একযোগে কাজ করতে প্রস্তুত। ভ্যাকসিন কবে আসবে, বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, “ভ্যাকসিন কবে আসবে তা বিজ্ঞানীরা ঠিক করবেন। কত ভ্যাকসিন নিতে হবে, কোন ডোজ কার্যকর হবে তাই নিয়ে এখনও গবেষণা চলছে। এই নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। আমরা ভারতীয় উৎপাদক, আন্তর্জাতিক নিয়ামক সংস্থা, আন্তর্জাতিক গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করছি।”