জেলা

৩ দিনের বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে বীরভূমে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সোমবার দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন। মঙ্গলবার অংশ নেবেন সরকারি অনুষ্ঠানে। এর মাঝে একটি প্রতিবাদ মিছিলেও পা মেলাবেন মুখ্যমন্ত্রী।  আজ ২৭ জুলাই থেকে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে শুরু হল ‘ভাষা আন্দোলন’। বোলপুরে মহা মিছিল করবেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন থেকে শুরু জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থল ঘুরে দেখছেন। রবিবার বিকেলেই বীরভূম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার ২৮ জুলাই ও মঙ্গলবার ২৯ জুলাই একগাদা কর্মসূচি রয়েছে তাঁর। সোমে বিকেলে নেতৃত্ব দেবেন প্রতিবাদ মিছিলে। একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন বীরভূম জেলা সফরে যাবেন। সেইমতো বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। ২৮ তারিখ মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং এর পাশাপাশি বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন। টুরিস্ট লজ মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল শুরু হবে। শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা, শ্রীনিকেতন রাস্তা হয়ে জামবুনি তিনমাথা মোড়ে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে বাঙালি আক্রান্তর প্রতিবাদে বক্তব্য রাখবেন তিনি। দফায় দফাই বীরভূমের জেলা পুলিশ সুপার, জেলা শাসক, বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মুখ্যমন্ত্রী বীরভূম সফর নিয়ে প্রস্তুতি বৈঠক করছেন। ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রীর সফরসূচির ঘটনাস্থল। দলীয় সূত্রে খবর, মিছিলে নেতৃত্ব দেওয়া ছাড়াও একাধিক প্রশাসনিক কাজ রয়েছে তাঁর। জেলা প্রশাসন সূত্রে খবর, ২৭ জুলাই রাতে মুখ্যমন্ত্রী বোলপুর আসছেন। ২৮ শে জুলাই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রিভিউ মিটিং। সেদিনই বাঙালিরা আক্রান্তের প্রতিবাদে বোলপুরে মহা মিছিল। রাত্রিবাস রাঙাবিতান সরকারি গেস্ট হাউসে। ২৯ তারিখ ইলামবাজারে সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে কলকাতার উদ্দেশ্যে রওনা।