কলকাতা

বিজেপি নেতাদের কু-মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির নেতানেত্রীদের বিতর্কিত ও নিন্দিত মন্তব্যের জেরে কার্যত বিশ্বজুড়েই মুখ পুড়ছে ভারতের। বিশেষ করে মধ্য প্রাচ্যের দেশগুলিতে এই নিয়ে তীব্র সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়েছে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনা নিয়েই এবার টুইট করে বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ৩টি টুইট করে তাঁর প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’ উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার ‘বিতর্কিত’ মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে উঠেছে গোটা দেশে। বিশ্বের ইসলামিক দেশগুলি এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। মধ্য প্রাচ্যের বেশ কিছু দেশ ইতিমধ্যেই সেখানকার ভারতীয় দূতাবাসের আধিকারিকদের ডেকে পাঠিয়ে প্রতিবাদ পত্রও ধরিয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাঁরা এটাও জানিয়েছে ভারত সরকার যদি এই ধরনের মন্তব্যের জন্য কোনও কড়া পদক্ষেপ না নেয় তাহলে তাঁরা প্রয়োজনে ভারতের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেবে। বন্ধ করে দেওয়া হবে তেলের রফতানিও। যদিও গোটা ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিজেপির তরফে ইতিমধ্যেই নূপুর শর্মাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে। কেড়ে নেওয়া হয় তাঁর দলীয় প্রাথমিক সদস্যপদও। এর পাশাপাশি ঘৃণাসুলভ মন্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে দিল্লি পুলিশ নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে। সেই এফআইআর দায়ে করেছে দিল্লি পুলিশের ইন্টেলিজ্যান্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট। নুপূর ছাডা়ও পিস পার্টির মুখপাত্র সাদাব চৌহান, সাংবাদিক সাবা নকভি, হিন্দু মহাসভার সদস্য পূজা সাকুন পাণ্ডে, রাজস্থানের বাসিন্দা  মৌলানা মুফতি নাদিম, আব্দুর রহমান, অনিল কুমার মীনা, গুলজার আনসারির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।