কলকাতা

বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: সমীক্ষা

এবিপি নিউজ-সিএনএক্সের দ্বিতীয় সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের হ্যাটট্রিক করার পথে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা গতবারের তুলনায় কমবে ঠিকই, কিন্তু জয় আটকাবে না। সমীক্ষকরা মনে করছেন ২০২১-এর নির্বাচনে তৃণমূল পেতে পারে ১৫৪ থেকে ১৬৪টি আসন। সিএনএক্সের প্রথম সমীক্ষায় বলা হয়েছিল তৃণমূল পাবে ১৪৬ থেকে ১৫৬টি আসন। এবার তাদের আসনসংখ্যা দেখানো হয়েছে ১৫৪ থেকে ১৬৪টি। বিজেপিকে প্রথম সমীক্ষায় ১১৩ থেকে ১২১টি আসন দিয়েছিলেন সমীক্ষকরা, দ্বিতীয় সমীক্ষায় তারা ১০২ থেকে ১১২টি পাবে বলে জানিয়েছে সিএনএক্স। বামেরা প্রথম সমীক্ষায় পেয়েছিল ২০ থেকে ২৮টি আসন। তাদের বেড়ে হয়েছে ২২ থেকে ৩০টি। অন্যানরা ১ থেকে ৩টি।