কলকাতা

বিপুল জয় তৃণমূলের, শাঁখ বাজিয়ে মা শীতলাকে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

ভবানীপুরে শীতলা মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিরাট সাফল্য। একেবারে কুপোকাত হয়েছে বিজেপি। নানা সংখ্যার কথা বলেছিল বিজেপি। এমনকী তৃণমূলের থেকে একটা হলেও আসন বেশি পাবেন বলেও তিনি জানিয়েছেন। কিন্তু সেসব সত্যি হয়নি।   নিজের বিধানসভা আসনে থাকা এই শীতলা মন্দিরে তিনি ধূপ মিষ্টি, ফুল দিয়ে পুজো দেন। সোমবার নবান্ন থেকে বাড়ি ফেরার পথে ভবানীপুরে নিজের পাড়ার একটি মন্দিরে যান তিনি। সেখানে গিয়ে মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলেন মমতা। জানতে চান মন্দিরের রক্ষণাবেক্ষণ ও নিত্য পুজো প্রসঙ্গে। তারপর অংশ নেন সন্ধ্যার পুজোয়। সন্ধ্যা আরতির সময় শাঁখ বাজিয়ে পুজোয় অংশ নেন। পরে সন্ধ্যারতির প্রদীপ নিয়ে আরতি করেন মুখ্যমন্ত্রী। পরে পুজোর মুহূর্তের ছবি নিজের সমাজমাধ্যমের মঞ্চগুলিতেও ভাগ করে নেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আজ, আমি ভবানীপুরের শীতলা দেবী মন্দিরে বিনীত প্রার্থনা করেছি। সকলের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে, আমি আমাদের সকল ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য দিক নির্দেশনা, শক্তি প্রদানের জন্য আশীর্বাদ চেয়েছি।’’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামতেই ওঠে জয় বাংলা স্লোগান। ভোটের মাঝেও একবার মমতা এই মন্দিরে এসেছিলেন। ফের তিনি এলেন এখানে। এবার বিপুল ভোটে জয় লাভ করেছে তৃণমূল। বিজেপি নেমে গিয়েছে আরও নীচে।