জেলা

মুর্শিদাবাদে গাছ থেকে ফল পেড়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়

মুর্শিদাবাদে ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মঙ্গলবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এলাকায়। অভিযোগ পাওয়ার পরই বছর ৫৬-র ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নির্যাতিতা শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। পরিবারের দাবি, মঙ্গলবার নির্যাতিতা বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী অভিযুক্ত ওই নাবালিকাকে গাছ থেকে ফল পেড়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু জানাতে চায়নি সে। পরে মায়ের কাছে সব খুলে বলে ৷ রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। এবারও ঘটনায় কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।