ক্রাইম

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গয়না লুট করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত টোটোচালক

মাঝে মাঝে এলাকায় গৃহবধূর সঙ্গে দেখা যেত এক টোটোচালককে। দুজন পরস্পরের চিনতো বলে এলাকাবাসী জানতেন। সেই চেনা জানার সুযোগ নিয়ে গৃহবধূকে ভাড়া ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে টানা তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতা বধূর কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত টোটোচালককে গ্রফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে।