বাইক চালাচ্ছেন বাবা ৷ আরোহী মেয়ে ৷ উদ্দেশ্য মেয়েকে অফিসে পৌঁছে দেওয়া ৷ কিন্তু বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল বাবার ৷ অফিসের বদলে গুরুতর জখম অবস্থায় মেয়ের ঠাঁই হল একটি নার্সিংহোমে ৷ ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ৷ শুক্রবার সকালে পুরনো 34 নম্বর জাতীয় সড়কে রেলগেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক ৷ ক্ষিপ্ত জনতা ডাম্পারে আগুন ধরিয়ে দেয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের নাম সুভাষ দে সরকার ৷ বছর পঁয়ষট্টির ওই প্রৌঢ় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার উদয়পুরের বাসিন্দা ৷ তাঁর মেয়ের নাম সুস্মিতা দে সরকার ৷ তিনি আপাতত একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷ ঘাতক ডাম্পারের চালকের সন্ধান চলছে ৷