জেলা

সিআইএসএফের তাড়া খেয়ে বেআইনি কয়লাখনির র‍্যাটহোলে পড়ে ব্যক্তির মৃত্যু

বেআইনি কয়লাখনি র‍্যাটহোলে এক ব্যক্তি পড়ে যাওয়ার খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রানিগঞ্জের নর্থ সিয়ারশোল খোলামুখ খনি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, সিআইএসএফের তাড়া খেয়ে ওই ব্যক্তি পালানোর সময় একটি পরিত্যক্ত খোলামুখ খনিতে পড়ে যান । শুক্রবার রাতের দিকে তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, জামুড়িয়ার কুনুস্তোরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির পাশেই রয়েছে বেশ কয়েকটি খোলামুখ খনি । স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে প্রাত্যহিক কর্ম কর‍তে ওই এলাকায় গিয়েছিলেন মহাবীর খনি এলাকার যাদব পাড়ার বাসিন্দা ভীষম রায় (৩৮)। স্থানীয় সূত্রের খবর, ওই পরিত্যক্ত খনিটি প্রায় ১২০ ফুট গভীর । সেখানেই ভীষম রায় নামে ওই ব্যক্তি পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান । যদিও অন্ধকার খনির ভিতরে কিছুই দেখা যাচ্ছে না । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুড়িয়া থানার পুলিশ । এছাড়াও রানিগঞ্জ দমকলের বিশেষ দলও ঘটনাস্থলে যায় । কিন্তু খাদানটি খুবই গভীর ও সেখানে বিপজ্জনক গ্যাস থাকার সম্ভাবনা থাকায় দমকল বিভাগ বা পুলিশ উদ্ধারকাজে হাত লাগাতে পারেনি । খবর দেওয়া হয় ইসিএলের মাইনস রেসকিউ টিমকে । যদিও তারা আসতে অনেক দেরি করে বলে অভিযোগ । দুপুরের পর উদ্ধারকাজ শুরু হয়। শেষমেশ রাতের দিকে মেলে দেহ। বিপজ্জনক খাদানে কেউ পড়ে গিয়ে থাকলে তাঁর বেঁচে থাকার আশা ক্ষীণ বলেই আশঙ্কা করছিলেন স্থানীয়রা। শেষমেশ তাঁদের আশঙ্কাই সত্যি হল।