চিনে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ এসে পৌঁছেছে ভারতেও। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সব দিক মোকাবিলায় প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্রীয় সরকার। কী হবে পদক্ষেপ, কোন পথে প্রস্তুতি, তা পর্যালোচনা করতে শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠক শেষের পরে মনসুখ ট্যুইট করেন, “কোভিড এখনও চলে যায়নি। বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে। সেই কারণে, পরিস্থিতি পর্যালোচনায় আধিকারিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলাম। নজরদারি বাড়ানোর উপরে জোর দেওয়ার কথা বলেছি। যে কোনও পরিস্থিতি সামলাতে আমরা প্রস্তুত।” চিনে সাম্প্রতিক অতীতে হুহু করে বেড়েছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। বেড পাওয়া যাচ্ছে না চিনের বহু হাসপাতালে। রোগী সামলাতে সামলাতে বিধ্বস্ত হয়ে পড়ছেন চিকিৎসকেরা। শুধু চিনই নয়, জানা গিয়েছে, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলেও আচমকাই করোনার বাড়বাড়ন্ত চোখে পড়েছে।