কলকাতা

ইডি দফতরে এলেন মানিক ভট্টাচার্য

আজ সকালেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন মানিক ভট্টাচার্য ৷ তাঁকে আজ বেলা ১২টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সময়ের আগেই তিনি ইডি দফতরে পৌঁছে যান ৷ এর আগে মানিক ভট্টাচার্যকে তাঁর বাড়িতে একদফা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা ৷ এ বার তাঁকে সল্টলেকে সিজি ও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রসঙ্গত, প্রাথমিকের টেট দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ যেখানে একাধিক আর্থিক তছরুপের তথ্যপ্রমাণ হাতে আসে সিবিআই-এর ৷ তার পরেই ইডিকে সেই সংক্রান্ত তদন্ত হস্তান্তর করে সিবিআই ৷ মানিক ভট্টাচার্যের বাড়িতে এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল ৷ সেই তল্লাশি অভিযানে একাধিক নথিপত্র-সহ বেশকিছু সিডি উদ্ধার হয়েছিল ৷ সেই নথিগুলি থেকেই ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে, প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছেন কি না ! মানিক ভট্টাচার্যকে তাঁর বাড়িতে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ তার পর মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডি দফতরে ডেকে পাঠায় ইডি ৷