অগ্নিগর্ভ মণিপুরের রাজধানী ইম্ফল৷ একাধিক বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব বিক্ষোভকারীদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন সেনা৷ বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ জারি কার্ফু৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম৷ মেরি কম এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইটে লিখেছেন, “আমার রাজ্য মণিপুর জ্বলছে। দয়া করে সাহায্য করুন।” নিজের টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। স্থানীয় সূত্রের খবর, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি-র অন্তর্ভুক্ত করা নিয়েই তাঁদের আপত্তি৷ All Tribal Student Union Manipur-এর দাবি, মেইতেই সম্প্রদায় এসটি স্টেটাস পাওয়ার উপযুক্ত হয়৷ সেই প্রতিবাদেই তাঁরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার টোরবাঙ এলাকায় উপজাতিদের সমর্থনে একটি মিছিল বের করে৷ সেই মিছিল থেকেই ক্রমে বচসা, এবং বচসা থেকে হিংসা ছড়ায় বলে স্থানীয় সূত্রের খবর৷