বিজেপির স্বরূপ প্রকাশ হয়ে গিয়েছে। তারা শেষমেশ প্রস্তাব দিয়েছে যে, আমি যদি বিজেপিতে যোগ দিই, তাহলে তারা আমার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেবে। সোমবার ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণের চাঁদমারি করলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ শিসোদিয়া। একইসঙ্গে এদিন সকালেই তিনি টুইটে জানিয়ে দেন, এই চাপের কাছে তিনি নতিস্বীকার করবেন না। দুর্নীতি ও কু-কৌশলের দলের সামনে মাথা নিচু করবেন না। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে গত শুক্রবার সিবিআই তল্লাশি চালায়। আবগারি নীতিতে বেনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন সকালে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, আমি একটা মেসেজ পেয়েছি। তাতে বলা হয়েছে, আপ ছাড়ুন এবং বিজেপিতে যোগ দিন। আমরা আপনার বিরুদ্ধে সিবিআই, ইডির সমস্ত মামলা প্রত্যাহার করে নেব। আমার জবাব, আমি একজন রাজপুত। সে কারণে মহারানা প্রতাপের ভক্ত। আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু দুর্নীতি ও কুচক্রীদের সামনে মাথানত করব না। আমার বিরুদ্ধে যেসব মামলা আনা হয়েছে, তার পুরোটাই মিথ্যা।