দেশ

সিসোদিয়ার ব্যাংকের লকারে ২ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে আপত্তিকর কিছুই পাওয়া গেল না, শূণ্য হাতেই ফিরতে হল সিবিআইকে

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সততা ও দেশপ্রেম গোটা দেশের সামনে প্রমাণিত ৷ সিসোদিয়ার ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে সিবিআই কিছুই না পাওয়ায় উপ-মুখ্যমন্ত্রীর সমর্থনে এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁদের বিরুদ্ধে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷ গাজিয়াবাদের বসুন্ধরায় পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আজ মণীশ সিসোদিয়ার ব্যাংকের লকারে প্রায় ২ ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৪ সদস্যের একটি দল ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সিসোদিয়া ও তাঁর স্ত্রী ৷ তবে সেই লকার থেকে আপত্তিকর কিছু পায়নি সিবিআই ৷ সাংবাদিকদের সঙ্গে সিসোদিয়ার কথাবার্তার ক্লিপ টুইটে শেয়ার করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি হিন্দিতে লেখেন, “মণীশের বাড়ি থেকেও কিছু পাওয়া যায়নি ৷ লকার থেকেও কিছু মেলেনি ৷ তল্লাশি চালিয়ে কিছুই পায়নি সিবিআই ৷ মণীশের সততা ও দেশপ্রেম গোটা দেশের সামনে প্রমাণ হয়ে গিয়েছে ৷”