দেশ

ডেঙ্গুতে আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অবস্থার উন্নতি হচ্ছে, জানাল এইমস

 ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। যদিও দিল্লি এইমসের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। প্লেটলেটও ক্রমশ বাড়ছে। এখন তিনি বিপদমুক্ত। প্রসঙ্গত, বুধবার জ্বর ও দুর্বলতা নিয়ে এইমসের কার্ডিও-নিউরো সেন্টারের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি হন ৮৯ বছর বয়সি মনমোহন সিং। চিকিত্‍সক নীতিশ নায়েকের অধীনে চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি স্থিতিশীল রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। যদিও কংগ্রেসের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে কটাক্ষ করা হয়। তা নিয়ে অবশ্য মনমোহনের পরিবারের সদস্যদের কোনও সমস্যা ছিল না। কিন্তু, ফটোগ্রাফার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী। এমনকী, শয্যাশায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিও তোলেন তিনি। তারপর তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে আপত্তি জানিয়েছেন মনমোহন কন্যা দামান সিং। এ প্রসঙ্গে দামান একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, “আমার মা খুব কষ্ট পেয়েছেন। মন্ত্রীর সঙ্গেই বাবার ঘরে একজন ফটোগ্রাফার ঢুকেছিলেন। এনিয়ে মা বারণ করা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি। আমার বাবা ও মা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁদের বয়স হয়েছে। তাঁরা চিড়িয়াখানার জন্তু নন।” এভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রী বা তাঁর অফিসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ওই সংবাদ মাধ্যমের তরফে একাধিকবার তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।