কলকাতা

রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন মনোজ পন্থ

রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। দীর্ঘদিন ধরে তিনি বাংলার অর্থসচিব হিসাবে কাজ করছিলেন। বিপি গোপালিকার জায়গায় শনিবার থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। চলতি বছরের ৩১ মে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল বিপি গোপালিকার। তখন তিন মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। সেই মেয়াদ শেষ হতেই আবার মুখ্যসচিব হিসেবে বিপি গোপালিকার মেয়াদ তিন মাসের জন্য বাড়াতে চেয়েছিল রাজ্য। কেন্দ্রের কাছে তিন মাসের সময় বাড়ানোর জন্য চিঠি পাঠিয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্র রাজ্যর আর্জিতে সাড়া দেয়নি। তাই বিপি গোপালিকাকে অবসর নিতে হল এবং সেই জায়গায় দায়িত্ব নিচ্ছেন মনোজ পন্থ। শুক্রবার অর্থসচিব পদ থেকে সরিয়ে মনোজ পন্থকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেচ এবং জলসম্পদের অতিরিক্ত সচিব পদে। এক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে হল মনোজ পন্থকে।