কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বিজেপির মন্ডল সহ সভাপতি-সহ এক ঝাঁক বিজেপি নেতা। পঞ্চায়েত ভোটের আগে বুধবার গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখান পদ্ম শিবিরের নেতারা। সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ১৪ নম্বর অঞ্চল ঝেতলাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যারা তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির ৪ নম্বর মন্ডলের সহসভাপতি রাজ কুমার করন ও মন্ডলের সাধারণ সম্পাদক অশোক দণ্ডপাট। এছাড়াও শক্তি কেন্দ্রের প্রমুখ উত্তম পোড়া ও ছ্যাতলা অঞ্চলের বিজেপির কনভেনার বাপি রাউত জোড়াফুল শিবিরে নাম লেখান এদিন। গোটা যোগদান প্রক্রিয়ায় বিজেপি নেতাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের কেশপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ও ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক উত্তমানন্দ ত্রিপাঠী। যোগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝেতলা ১৪ নং স্থায়ী অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী ও চেয়ারম্যান করুণা সিন্ধু দণ্ডপাট। প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটের আগে বিজেপি জমি পেতে মরিয়া হয়ে উঠেছে। সেই আবহে বিজেপিতে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত স্তরে তৃণমূলের শক্তিবৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।