বিদেশ

আফগানিস্তানের স্বাধীনতা দিবস মিছিলে গুলি চালাল তালিবান, মৃত বহু

ফের রক্তের হোলি আফগানিস্তানে ৷ সে দেশের ১০২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা হাতে মিছিলে বেরনো বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল তালিবানরা৷  এই ঘটনায় বেশ কয়েজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । বৃহস্পতিবার আফগানিস্তানের বিভিন্ন শহরের পথে নেমেছিলেন সাধারণ মানুষ। হাতে দেশের লাল, কালো, সবুজ পতাকা। মুখে স্লোগান, ‘‌আমাদের পতাকা আমাদের পরিচয়’‌। সামিল হয়েছিলেন মহিলারাও। কেউ আবার গায়ে জড়িয়েছিলেন জাতীয় পতাকা। অনেকের মুখে স্লোগান, ‘‌ঈশ্বর মহত্তম’‌। খবর, সেই মিছিলের ওপরই গুলি চালিয়েছে তালিবান। তবে এই নিয়ে তালিবান মুখপাত্রের তরফে কিছু বলা হয়নি।  কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদেও মিছিলে সামিল হন বহু মানুষ। চলেছে গুলি। এক প্রত্যক্ষদর্শী জানালেন, ‘‌প্রথমে ভেবেছিলাম মিছিলে যাব না। যখন দেখলাম আমার প্রতিবেশিও যাচ্ছেন, তখন ঘরে থাকা পতাকা নিয়ে বেরিয়ে পড়লাম। শয়ে শয়ে লোক তখন রাস্তায়। তালিবানদের গুলিতে এবং পদপিষ্ট হয়ে মিছিলে হতাহত হয়েছেন অনেক। তবে সংখ্যাটা বলতে পারব না।’‌৷

একই ঘটনার সাক্ষী থেকেছে কাবুল সহ বেশ কয়েকটি আফগান শহর৷ দিন তিনেক আগে নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদেও একই ঘটনা ঘটেছিল ৷ সেখানেও তিনজন বিক্ষোভকারীকে গুলি করে খুন করেছিল তালিবান ৷ সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আজ ৷ ‘বিশ্বের উদ্ধত শক্তি’ আমেরিকাকে পরাজিত করেছে বলে দাবি করে স্বাধীনতা দিবস পালন করে তালিবান ৷