বিদেশ

ভোররাতে উত্তর ম্যাসিডনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫১, আহত ১০০

ভোররাতে নৈশক্লাবে লাগল ভয়াবহ আগুন। আর তাতেই প্রাণ হারালেন ৫১ মানুষ, আহত ১০০-এ বেশি। রবিবারের ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর ম্যাসিডনিয়ার কোকানি শহরের একটি নৈশ ক্লাবে। সূত্রের খবর, রাতের অন্ধকারে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে, যখন ক্লাবটিতে একটি অনুষ্ঠান চলছিল। তাই ঘটনার সময় সেখানে হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাই মৃতের পাশাপাশি আহতের সংখ্যাটাও বিপুল। জানা গিয়েছে, ঘটনায় ১০০-এ বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সূত্রের খবর, স্থানীয় সময় আনুমানিক রাত ৩টার দিকে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়ার পথ খুঁজে পাননি। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে অনেকেই আগুনের লেলিহান শিখায় মারা গিয়েছেন। আহত শতাধিক ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা উত্তর ম্যাসিডনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

https://twitter.com/riskintelgroup/status/1901190555801170393