বিদেশ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটকদের নিয়ে তলিয়ে গেল ফেরি, মৃত ৪, নিখোঁজ বহু

পর্যটকদের নিয়ে তলিয়ে গেল ফেরি ৷ চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এখনও বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ ৷ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি জনপ্রিয় পর্যটনস্থলের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷সে সময় 53 জন যাত্রীর পাশাপাশি 12 জন কর্মীও ছিলেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন ৷ আপাতত 29 উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ কমপক্ষে চারজ নের মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ এখনও বাকি 32 জনের খোঁজ চলছে ৷স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে ৷ যাত্রীরা জাভাদ্বীপ থেকে রওনা দিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ তার আধঘণ্টারও কম সময়ের মধ্যে ফেরিটি তলিয়ে যায় ৷ ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে জলের স্রোত বেশি থাকাতেই এই ঘটনাটি ঘটেছে ৷ অন্য সম্ভাবনাগুলিকেও বাদ দেওয়া হচ্ছে না ৷ ফেরিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, উদ্ধারের কাজ শেষ হলে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে ৷ স্থানীয় বানুয়াঙ্গি পুলিশের প্রধান রাম সামতমা পুত্রা জানিয়েছেন, উদ্ধারের সময় অনেক যাত্রীই অচেতন ছিলেন ৷ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ ছোট বড় মিলিয়ে মোট 9টি নৌকো তল্লাশির কাজ শুরু করেছে ৷ উদ্ধারকারীদের একাংশ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন 2 ফুটেরও বেশি উঁচু ঢেউ থাকায় উদ্ধারের কাজে সমস্যা হচ্ছে ৷ জলের স্রোত বেশি থাকায় যাত্রীরা দূরে ভেসে গিয়ে থাকতে পারেন এমন আশঙ্কাও থেকে যাচ্ছে ৷