কলকাতা

মহালয়ার ভোরে তর্পণ করতে মানুষের ভিড়

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। পিতৃ পুরুষদের তৃপ্ত করতে ভোর থেকেই ভিড় বিভিন্ন ঘাটে ঘাটে। হাওড়া সহ সব জেলার প্রতিটি নদী ঘাটেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়। রয়েছে কড়া নিরাপত্তা। প্রস্তুত রয়েছে পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশও। হাওড়ায় গঙ্গার ২০ টির বেশি ঘাটে তর্পণের জন্য ভিড় করেন সাধারণ মানুষ। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটেই প্রচুর মানুষের ভিড় দেখা যায়। করোনার জেরে গত দু’বছর এই ছবি দেখা যায়নি। একাধিক বিধিনিষেধ ছিল সেই সময়। তবে এবার করোনার কোনও বিধিনিষেধ নেই। তার জেরে ভোর থেকেই ভিড় গঙ্গার ঘাটে। এদিকে তর্পনের জন্য আসা সাধারণ মানুষের সুরক্ষার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে।