জেলা

কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম

বৃষ্টি কমলেও স্বস্তি নেই। বরং আরও চিন্তা বাড়ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের। পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। হু হু করে জল ঢুকছে পটাশপুরে। ইতিমধ্যেই বাগুই নদীর জলে প্লাবিত পটাশপুর ১ নম্বর ব্লকের একাধিক এলাকা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস জানান, পটাশপুর থানা এলাকা পুরোপুরি জলমগ্ন। ঘরছাড়া অন্তত ৩ হাজার পরিবার। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ।