দেশ

ছত্তিশগড়ের বিজাপুরে নিখোঁজ সিআরপিএফ জওয়ান তাদের হেফাজতেই রয়েছে, ছবি প্রকাশ করে জানাল মাওবাদীরা

 ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে এক সিআরপিএফ জওয়ান নিখোঁজ। শনিবার থেকে তাঁর খোঁজে তল্লাশি চলছে। কিন্তু খোঁজ মিলছিল না। সোমবার হঠাৎই এক উড়ো ফোনে দাবি করা হয় মাওবাদীদের হেফাজতে রয়েছেন ওই জওয়ান। বিজাপুরের এক স্থানীয় সংবাদিকের কাছে সোমবার ফোনটি আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি হিদমা বলছি।’ এই হিদমা মাওবাদী শীর্ষ নেত্রী। তাঁর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শেষ পর্যন্ত শহিদ হন ২৩ জওয়ানের। নিখোঁজ হন জম্মুর বাসিন্দা রাকেশ্বর সিং মানহস। হিদমার নাম করে আসা ফোনে বলা হয় ওই জওয়ান তাঁদের হেফাজতে আছেন, ঠিকই আছেন। রাকেশ্বর মাওবাদীদের হেফাজতে আছে এটা বলা হলেও কোনও মুক্তি পণ বা অন্য কিছু দাবি করা হয়নি। সিপিআই (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির তরফে ২ পাতার এক বিবৃতি জারি করে এমনটা জানানো হয়েছে। অবশেষে আজ বন্দী জাওয়ানের ছবি প্রকাশ করল মাওবাদীরা। সরকারকে আগে তাদের মধ্যস্থতাকারীদের নাম ঘোষণা করতে হবে, তারপরই তারা জওয়ানকে মুক্তি দেবে।