খেলা

হাসপাতালে মারাদোনা

সদ্যই ৬০ তম জন্মদিন পেরিয়েছেন। এর মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মারাদোনা। সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি রয়েছেন ফুটবলের রাজপুত্র। তবে গুরুতর কোনও সমস্যা নয়, মেডিকেল চেকআপের জন্যই ভর্তি হয়েছেন বলেই জানানো হয়েছে ক্লিনিকের পক্ষ থেকে। চিকিৎসকদের মতে, মারাদোনার শরী‌রে ডিহাইড্রেশানের সমস্যার সঙ্গে দেখা দিয়েছে রক্তাল্পতার সমস্যা। রয়েছে বেশ কিছু মানসিক সমস্যাও। তবে তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই বলেই জানিয়েছেন তাঁরা। তঁদের মতে, এই পরিস্থিতিতে প্রয়োজন ধারাবাহিক চিকিৎসার। এদিকে মারাদোনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাউর হতে না হতেই, ফুটবলের এই বরপুত্রের স্ট্রোক হয়েছে বলে গুজব ছড়াতে থাকে। যদিও সেই ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন তাঁর চিকিৎসক লিপোলদো লুক। লুক সাংবাদিকদের বলেন, বেশ কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না মারাদোনার। বিশেষত মানসিক সমস্যা তাঁকে শারীরিক ভাবে আরও অসুস্থ করে তুলেছে। তবে অবস্থা খুব গুরুতর নয়।