হাওড়ার কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই লক্ষাধিক টাকার জামাকাপড়। আগুন নিয়ন্ত্রণে এলেও, উৎসবের মরসুমের আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন গুদামের মালিক। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডটি ঘটেছে ফোরশোর রোডে একটি কাপড়ের গুদামে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তড়িঘড়ি ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু গুদামে মজুত রাখা লক্ষ লক্ষ টাকার জামাকাপড় নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গুদামের মধ্যে আগুন নেভানোর ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এই গুদামের পাশে আরও কয়েকটি গুদাম ও কারখানা রয়েছে। আগুন সেখানেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।