মেক্সিকোর ডিটেনশন ক্যাম্পে আগুন লেগে মৃত্যু হল ৩৯ জন শরণার্থীর। আহত আরও ২৯। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকায় অবৈধভাবে ঢোকার চেষ্টা করার জন্য তাঁদের আটক করে বন্দি রাখা হয়েছিল। সোমবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকোর সুদাদ হুয়ারেজ শহরে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ডিটেনশন সেন্টারের বাইরে কম্বল মোড়া বেশ কিছু দেহ রাখা রয়েছে। যদিও কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকার করেছে। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, ওই শিবিরে কমপক্ষে ৭০ জন ‘অবৈধ আভিবাসী’ রয়েছেন। তাঁদের বেশিরভাগই ভেনিজুয়েলার বাসিন্দা। মাঝরাতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল।