দেশ

লুধিয়ানার গিল রোডে সাইকেল কারখানা অগ্নিকাণ্ড

পাঞ্জাবের লুধিনায়ার গিল রোডে অবস্থিত সাইকেল কারখানা অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন। এপ্রসঙ্গে দমকলের এএসআই আমরিক সিং জানান, দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। খবর মেলেনি কোনও হতাহতেরও।