দেশ

মুম্বইয়ের শপিং মলে ভয়াবহ অগ্নিকান্ড, ৩৫০০ জনকে উদ্ধার করল দমকল

মুম্বইয়ের একটি শপিং মলে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার রাতে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে আগুন লাগে। সেই সময় মলে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। আশপাশের এলাকা থেকে ৩৫০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সঠিক সময়েই তাঁদের সেখান থেকে বার করে আনা হয়েছে। শুক্রবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সূত্রের খবর, গতকাল রাতে ওই মলের একটি দোকানে আগুন লাগে। তা মলের দ্বিতীয় ও তৃতীয় তলে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের বিশাল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে প্রায় ২৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন। মলের আশপাশের দোকানপাট খালি করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, মলের তিনতলায় একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে, তা ছড়িয়ে পড়ে গোটা তলায়। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যেই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ২ দমকলকর্মী।