জেলা

লেকটাউনের বাঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

সন্ধেবেলা লেকটাউনের বাঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাছেই পেট্রোল পাম্প থাকায় শুরু থেকে এলাকায় ছড়ায় আতঙ্ক৷ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন৷ পরে একে একে পৌঁছয় ১০টি ইঞ্জিন৷ আগুন খানিক নিয়ন্ত্রণে এলে বের করে আনা হয় আগুনের মধ্যে আটকে পড়া সকলকে৷ রুদ্ধশ্বাস গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন। কথা বলছেন এলাকাবাসীর সঙ্গে।  এলাকা বেশ ঘিঞ্জি। এখানে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। দমকল সূত্রের খবর যশোর রোডের একটি ল্যাম্পপোস্টে প্রথমে আগুন লাগে৷ তারপরেই তা থেকে লাগোয়া একটা দোকানের ব্যানারে আগুন ধরে যায়৷ সেখান থেকে ক্রমেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের উপরে পরপর দুতলা এবং তিন তলার ফ্ল্যাটে৷ তারপর গতি পায় আগুন। তবে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিরাপদে আটক বাসিন্দাদের ফ্ল্যাটথেকে বের করে আনতে সক্ষম হন দমকলকর্মীরা৷ আগুনও নিয়ন্ত্রণে আসে৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই অকুস্থলের পাশে পেট্রল পাম্প থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।