মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। জানা গেছে ভোর ৪টে নাগাদ গোভান্ডির বৈগনওয়াড়ি এলাকায় একটি চালে (বসতি এলাকায়) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে অন্তত ১৫টি দোকান ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। জানা গেছে বাণিজ্যিক কমপ্লেক্সের বন্ধ দোকানে প্রথমে আগুন লাগে। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন একতলার একাধিক দোকানের পাশাপাশি দোতলার কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে তৎপর হন স্থানীয়রা। এরপর আসে দমকল। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিভিন্ন দোকানে ও বাড়িতে থাকা দ্রব্যের ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।