গত কয়েকদিন থেকেই শুরু হয়েছে গোটা উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে বৃষ্টিপাত। কয়েকদিন থেকেই ক্রমাগত কখনও ভারী, কখনও হালকা বৃষ্টিপাত হয়ে চলেছে। এর ফলেই বুধবার ভোরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে রংপো ও সিংথামের মাঝখানে ধস নামায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যদিও সেনাবাহিনীর জওয়ানরা ধস সরানোর কাজে নেমেছেন। কিন্তু ধস সরানোর কাজে বাদ সাধছে বৃষ্টি। যে অংশে ধস নেমেছে, সেই অংশ থেকে মাঝে মাঝে এখনও পাথর গড়িয়ে পড়ছে। সম্পূর্ণভাবে পাথর পড়া বন্ধ হলে এবং বৃষ্টি কমলেই পাথর সরিয়ে রাস্তাটি পুনরায় যানবাহন চলাচলের যোগ্য করে তোলা যাবে বলে সেনাবাহিনীর সূত্র মারফত জানা গিয়েছে।