দেশ

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি, এলাকায় জারি ১৪৪ ধারা, বন্ধ একাধিক রাস্তা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল দিল্লি । শুক্রবার সকাল থেকেই আপ কর্মী সমর্থকের বিক্ষোভে উত্তাল দেশের রাজধানী। শুক্রবার সকালে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজ। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিক্ষোভের আশঙ্কায় আইটিও মেট্রো স্টেশন বিকেল ছটা পর্যন্ত বন্ধ রেখেছে দিল্লি পুলিশ।বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার পরেই দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ডাক দিয়েছে আপ। দিল্লির বিজেপি দপ্তরের সামনেও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আপ মন্ত্রীরা। আইটিও এলাকায় সেই বিক্ষোভে হাজির ছিলেন অতিশী ও সৌরভ। সেখান থেকেই আটক করা হয়েছে দুজনকেই। টেনে হিঁচড়ে তাঁদের বাসে তোলে পুলিশ। আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে আপ মন্ত্রীদের। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল বিজেপির সদর দপ্তর এবং ইডির দপ্তরে যাওয়ার রাস্তাগুলিও। আপ কর্মী সমর্থকদের বিক্ষোভে ব্যাপক যানজট তৈরি হয় রাজধানী শহরে। আইটিও চক, রাজ ঘাট, বিকাশ মার্গ সহ একাধিক জায়গায় যানজটের কবলে পড়েন নিত্য যাত্রীরা। বিজেপি এবং আপের সদর দপ্তর দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে হাওয়ার কারণে, ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক হারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিজেপির সদর দপ্তরের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তা। দিল্লির আইটিও মেট্রো স্টেশন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে, শুক্রবার সকালে জানানো হয়েছিল সেকথা। ইডি অফিসের দিকে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় দিল্লি পুলিশ যাত্রীদের কৃষ্ণ মেনন মার্গ, মোতিলাল নেহেরু মার্গ, এপিজে আব্দুল কালাম রোড এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আপ-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কেজরিওয়ালের গ্রেপ্তারির পর, তাঁর পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রাখা হয়েছে। কাউকে দেখা করতে দেওয়াও হচ্ছে না। আপ সুপ্রিমো গ্রেপ্তারির আঁচ খাস কলকাতাতেও। শুক্রবার সকাল থেকে মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দপ্তরের অভিমুখে আপ কর্মী সমর্থকরা বিক্ষভ শুরু হয়।