বড়সড় রদবদল হচ্ছে কলকাতা পুলিসে। বিভিন্ন থানার ওসি, অ্যাডিশনাল ওসি এবং স্পেশ্যাল ব্রাঞ্চ-সহ বিভিন্ন স্তরে ব্যাপক রদবদল করা হচ্ছে। ইতিমধ্যেই বদলি হয়ে গিয়েছেন ৭৯ জন অফিসার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট থানার অধীনে। সেই থানার ওসি শান্তনুকে স্পেশ্যাল ব্রাঞ্চে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় রবীন্দ্র সরোবর থানার ওসি জয়ন্ত মুখোপাধ্যায়কে আনা হচ্ছে। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি সত্যজিৎ কর্মকারকে রবীন্দ্র সরোবর থানার ওসি করে পাঠানো হচ্ছে। এ ছাড়াও, বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তীকে পাঠানো হচ্ছে একবালপুর থানায়। জোড়াসাঁকো থানার ওসি মুকুলরঞ্জন ঘোষকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে পাঠানো হচ্ছে। যাদবপুর থানার ওসি অমিত দে সরকারকে আনা হচ্ছে শেক্সপিয়র থানায়। নেতাজি নগর থেকে চারু মার্কেট এলাকায় আনা হচ্ছে শুভাশিস অধিকারীকে। পর্ণশ্রী থানার ওসি মনোজ কুমারকে স্পেশ্যাল ব্রাঞ্চে আনা হচ্ছে। আনন্দপুর থানার ওসি দেবলকুমার দাসকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। কড়েয়া থানার ওসি আবদুল্লা সানাকে সরিয়ে আনা হচ্ছে এন্টালিতে। পর্ণশ্রী থানার অ্যাডিশনাল ওসি মহুয়া বিশ্বাসকে স্থানান্তরিত করা হচ্ছে বালিগঞ্জে।