জেলা

‘ড্রাইভার মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন’ ট্রেন দুর্ঘটনায় বিস্ফোরক আদ্রা ডিভিশনের ডিএম

 রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত। আবারও মনে পড়ে গেল করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার টাটকা ক্ষত। এবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়। এবার বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়েছে। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়। প্ল্যাটফর্ম এবং সিগনাল রুম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।  সূত্র মারফত জানা গিয়েছে যে ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার জানান  “বোধ হয় ঘুমিয়ে পড়েছিলেন চালক তাই সিগন্যাল ওভারলুক করে যান এবং পিছন থেকে এসে ধাক্কা মারে, খুব দ্রুততার সাথে কাজ চলছে আপ লাইন ক্লিয়ার হয়ে গেছে ডাউনলাইন ক্লিয়ার করা হচ্ছে।”