দেশ

ভাইপোতেই আস্থা পিসির, দলে নিজের উত্তরসূরি ঘোষণা করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী

 বিএসপি সুপ্রিমো মায়াবতীর উত্তরসূরি হতে চলেছেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন বিএসপি সুপ্রিমো। দলীয় বৈঠকে বিএসপি সুপ্রিমো ঘোষণা করে দিয়েছেন, এবার থেকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো আকাশ আনন্দ। এমনিতে বিএসপি জাতীয় দল। তবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাইরে প্রভাব সীমিত। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবের মতো কিছু রাজ্যে বিএসপির প্রভাব আছে। আপাতত ওই রাজ্যগুলিতেই সংগঠন বাড়ানোর দায়িত্ব পড়ছে আকাশ আনন্দের উপর।মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত মায়াবতীর। বিএসপি নেতা উদয়বীর সিং জানিয়েছেন, যে সমস্ত রাজ্যে দল কমজোরি সেখানে আকাশ আনন্দ কাজ করবেন। সেখানে যাতে সাংগঠনিক শক্তি বাড়ানো যায়, সেই চেষ্টা করবেন আকাশ। উদয়বীর জানিয়েছেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বাদে বাকি রাজ্যে আকাশ কাজ করতে চলেছেন। রাজনৈতিক মহলের মত, সরাসরি ঘোষণা না করলেও মায়াবতী এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁর অনুপস্থিতি দলের রাশ যাবে ভাইপো আকাশের হাতেই।