ক্রাইম

মহারাষ্ট্রের পালঘরের মধুচক্র থেকে উদ্ধার নাবালিকা সহ ৩ বাংলাদেশি মহিলা, গ্রেফতার মূল অভিযুক্ত

বাংলাদেশের এক নাগরিক মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার অঞ্চলে একটি মধুচক্র চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় মিরা ভায়ান্দার-ভাসাই ভিরার পুলিশ । ঘটনাস্থল থেকে একজন নাবালিকা-সহ ৩ বাংলাদেশি মহিলাকে উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে মূল অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মুম্বইয়ের পাশাপাশি ভারতের অন্য জায়গাতেও মধুচক্র খুলেছিল। তাকে জেরা করে সেই সমস্ত বিষয়েও খোঁজখবর করা হচ্ছে। ভিরারের আরনালা পুলিশের কাছে গোপন সূত্রে আসে, অশোক হারানু দাস নামে ৫৪ বছরের এক বাংলাদেশি নাগরিক তার বাড়ি থেকে অবৈধভাবে নিয়ে আসা তিন বাংলাদেশি মহিলার সাহায্য মধুচক্র চালাচ্ছে। এরপর থেকেই পুলিশের নজরদারি শুরু হয় ওই ব্যক্তির উপর।পুলিশের জেরা ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে  ২০০-২৫০ জন মেয়েকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ মুম্বইয়ের গ্রান্ট রোডের পতিতা পল্লিতে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর অশোক হারানু দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ অফিসার সন্তোষ চৌধুরী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন গ্রাহক সেজে ধৃতের সঙ্গে যোগাযোগ করে। আর ডিল ফাইনাল হতে শুক্রবার তাঁরা পৌঁছে যান দাসের মাহাদা কলোনির বিল্ডিং নম্বর সাতে।