ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চান না মৃতার বাবা৷ হাইকোর্টে গিয়ে সে কথা জানিয়েছেন তিনি ৷ তাঁর তরফে আইনজীবী কিশোর দত্ত জানান, পরিবারের লোকই বলছেন তাঁরা সিবিআই তদন্ত চাইছেন না । কিন্তু মামলাকারী পল্লবী চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্তর অভিযোগ, “পুলিশের সিজার লিস্টে পরিবারের দুজনকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে ।” এজি বলেছেন, পুলিশ আক্রান্তের গোপন জবানবন্দি নিয়েছিল । সিজার লিস্টও হলফনামায় দেওয়া হয়েছে । ঘটনাস্থল থেকে দুটি গামছা উদ্ধার করা হয় । একটা ধারালো অস্ত্র । মামলাকারীর পেশ করা ভিডিও লিস্ট পারস্পরিক সংযোগহীন বলেও অভিযোগ করেন তিনি । এ ছাড়াও তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা চলছে ৷ বিজেপির তরফে বারবার মামলা করা হচ্ছে বলে ইঙ্গিত করেন এজি । পুলিশ বিশ্বাসযোগ্যতার সঙ্গে তদন্ত করছে বলে তিনি দাবি করেছেন৷