তদন্তকারী সংস্থা থেকে শুরু করে এক্কেবারে বিচারব্যবস্থার উপর এবার আরজি কর-কাণ্ডে চাপ বাড়াতে চলেছে সিপিএম । আগামী ৪ সেপ্টেম্বর রাজ্য জুড়ে আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে লাখ লাখ জনতার সই সংগ্রহ করবেন সিপিএম কর্মীরা । তা পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে । পাশাপশি কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ না করলে হবে লালবাজার অভিযান। তদন্তের গতিপ্রকৃতি দেখে হবে সিবিআই দফতরের নিজাম প্যালেস অভিযান । মৃতা তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে এভাবেই এ দিন নিজেদের আন্দোলন কর্মসূচি স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।মুনমুন সেন-সহ বিভিন্ন অভিনেতারা পথে নেমে প্রতিবাদ করায় সিপিএমের একাংশ সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন । এ দিন সেলিম তাদের সতর্ক করে বলেন, ‘‘এমন ঘটনায় যাঁরা যাঁরা পথে নেমে প্রতিবাদ করছেন, তাঁদের অভিনন্দন । যাঁরা এখনও নামেননি, নামবেন, তাঁদের বলি নামুন ।’’মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যূত করতে ছাত্র সমাজের নামে ইতিমধ্যেই বিজেপির মদতে নবান্ন অভিযান হয়েছে । বিজেপি ধর্মঘটও করেছে । শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছেন নবান্ন থেকে লালবাজারে ফের অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন । সেলিম এ দিন সেই প্রসঙ্গ আকার ইঙ্গিতে তুলে বলেন, ‘‘আন্দোলনের ইস্যু বদলাবে না । মৃতার ধর্ষণ, খুনের বিচার চেয়েই হবে সিপিএমের আন্দোলন ।’’সিঙ্গুর জমি ফেরত এখনও পাননি বলে সম্প্রতি দাবি করেছেন তৃণমূলের জমি আন্দোলন কমিটির নেতা মহাদেব দাস । সেই প্রসঙ্গে বলেন, ‘‘দলের চাপের মুখে এতদিন বলতে পারেননি । এখন মুখ খুলেছেন । ঠিক পুলিশও একদিন এই ভাবে মুখ খুলবেন ।’’ সোশাল মিডিয়ায় পুলিশ কর্মীদের স্লোগান শেয়ার করা নিয়ে সেলিম বলেন, ‘‘পুলিশ এখন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের মতো কাজ করছে ।’’