হিন্দু-সহ দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের ৷ শুক্রবার প্রতিবেশী দেশ নিয়ে সংসদে এই মন্তব্য করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ আরেকদিকে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর কথাই শোনা গেল মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের গলাতেও ৷ 5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ৷ এরপর 8 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ৷ দেশের অভ্যন্তরীণ অশান্তিতে প্রায়শ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানাভাবে হিংসা, অত্যাচারের ঘটনা ৷ গত 16 অগস্ট মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী মোদির কথা হয় ৷ সেখানে মুখ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছিলেন ৷ এদিকে গত 25 নভেম্বর বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হন হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস ৷ তাঁকে জামিন দিতে অস্বীকার করে চট্টগ্রামের একটি আদালত ৷ এই অবস্থায় দেশের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ ভারতের তরফেও বিবৃতি জারি করে এই ঘটনার নিন্দা করা হয় ৷