সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনা। উমরাহ পালন করতে গিয়ে মৃত ৪২ জন ভারতীয় পুণ্যার্থী। সোমবার মদিনার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি বাসে পুণ্যার্থীরা মদিনার দিকে যাচ্ছিলেন। ডিজেল ট্যাঙ্কার ওই বাসে ধাক্কা মারে। মৃতদের বেশির ভাগই হায়দরাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু মারা গিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায়। সূত্রের খবর, মক্কা থেকে ধর্মীয় আচার সেরে মদিনার দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। তেলঙ্গানা সরকার জানিয়েছে, রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নয়াদিল্লি যাতে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সেই অনুরোধ করেছেন।


