কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল দিল্লি । ১১ দিন ধরে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠন । কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল মেডিকেল পড়ুয়াদের একাংশ । এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন মেডিকেল পড়ুয়ারা ।কেন্দ্রীয় সরকারের নীতিকে ধিক্কার জানিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন । পাশাপাশি এই ছাত্র সংগঠন গত ৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে “সংহতি সপ্তাহ” পালন কর্মসূচি শুরু করেছে । চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত । এআইডিএসও-র মেডিকেল ইউনিটের তরফে কলকাতায় ইতিমধ্যেই একটি সভার আয়োজন করা হয়েছিল । এনআরএস মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের পড়ুয়ারা অংশ নেয় । সভায় গোটা দেশের মেডিকেল পড়ুয়াদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় । পাশাপাশি “সংহতি সপ্তাহ” পালন কর্মসূচি গ্রহণ করার আবেদনও জানানো হয়েছে ।এআইডিএসও-র মেডিকেল ইউনিটের তরফে জানানো হয়, কৃষি বিল ও অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের নাম করে যে কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার, সেই আইন প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে । এআইডিএসও-র মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির বলেছেন, “আগামী ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধকে আমরা সমর্থন করছি । আমরা এই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি ।”