দেশ

গাজিয়াবাদের পর এবার মেরঠে নদী থেকে বেরিয়ে সোজা ঘরে ঢুকে পড়ল কুমির

গাজিয়াবাদের পর এবার মেরঠেও একটি বাড়িতে ঢুকে পড়েছে কুমির। মঙ্গলবার গভীর রাতে গঙ্গা নদী সংলগ্ন ফতেপুর প্রেমপুর গ্রামে এক বাড়িতে ঘটে এই কুমিরের আগমন। গ্রামের একটি বাড়িতে কুমির ঢুকে পড়ায় তাই আতঙ্কে কৃষক পরিবার। তাঁরা তড়িঘড়ি করে বন বিভাগে খবর দেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। এরপর প্রায় চার ঘণ্টা চলে উদ্ধার অভিযান। বন বিভাগের উদ্ধার অভিযান চলার সময় কুমিরটি ঘর থেকে বেরিয়ে পাশের একটা আখের ক্ষেতে ঢুকে পড়ে। অনেক চেষ্টার পর কুমিরটিকে ধরতে সক্ষম হন বন বিভাগের কর্মীরা। পরে কুমিরটিকে তাঁরা গঙ্গা নদীতে ছেড়ে দেন।