দেশ

আজ ৩৭০ নিয়ে চূড়ান্ত রায়, অশান্তি এড়াতে গৃহবন্দি মেহবুবা মুফতি-ওমর আবদুল্লাহ

সুপ্রিম কোর্ট আজ যেকোনও সময় ৩৭০ ধারা নিয়ে তার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তাই উপত্যকা অঞ্চলে সেই সিদ্ধান্তের আঁচ লাগার আগেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়েছে। সিদ্ধান্তের পর কাশ্মীরে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্যও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুই নেতার গৃহবন্দির খবর সামনে আসতেই দুই নেতার দল পিপলস ডেমোক্রেতিক পার্টি ও ন্যাশানাল কনফারেন্স এই ঘটনাকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে। ২০১৯ সালে ৩৭০ রদের পর জম্মু ও কাশ্মীরের বিরোধী নেতারা বহুবার পিটিশন দাখিল করেছেন। যেখানে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ধারা অপসারণের কেন্দ্রীয় মোদী সরকারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সমস্ত আবেদনের শুনানি শেষ হয়েছে। যার ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট আজ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে।