জেলা

বনদপ্তরের পাতা ফাঁদে পা না দিয়ে নদী পেরিয়ে থেকে জঙ্গলে ফিরল দক্ষিণরায়

বনদপ্তরের পাতা ফাঁদে পা দেয়নি বাঘ। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের বাঘটি অধরাই ছিল। তবে বনদপ্তরের পাতা জালে বাঘের আঁচড় দেখতে পাওয়া যায় আজ সকালে। বাঘটি ফের জঙ্গলের ভিতর গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছিল। তাই আবারও জঙ্গলে তল্লাশিতে নামেন বনকর্মীরা। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর অবশেষে এল সাফল্য।  শেষ হল বনদপ্তরের অভিযান। লোকালয় থেকে ফের জঙ্গলে ফিরল বাঘ। সকাল থেকেই আবার বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়। আচমকাই হঠাৎ বাঘটির দেখা মেলে। বাজি-পটকা ফাটিয়ে, হই-হল্লোর করে সেটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে পাঠানোর উদ্যোগ নেন বন দপ্তরের কর্মীরা। একসময় বাঘটি বন

দপ্তরের কর্মীদের দিকে তেড়েও আসে। কিন্তু শেষমেশ বাজি-পটকার আওয়াজে ভয় পেয়ে নদী পেরিয়ে সুন্দরবনের আজমালমারি তিন  জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায়। বাঘটি জঙ্গলে ফেরায় আপাতত স্বস্তিতে বনদপ্তরের কর্মী থেকে স্থানীয় মানুষ সকলেই। গত পরশু আচমকা ইতিউতি বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের আধিকারিকরা। পায়ের ছাপ ও অন্যান্য আভাস পাওয়া গেলেও বাঘটির দেখা মিলছিল না। তাই প্রথমে ফাঁদ পাতা হয়। বাঘটি সেই ফাঁদে পা না দেওয়ায় নিজেরাই তল্লাশি শুরু করেন বনকর্মীরা। এদিকে আজ পাথরপ্রতিমায় লোকালয়ের কাছে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।