দেশ

দলত্যাগ বিরোধী আইনে ৬জন কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ

হিমাচলের বিদ্রোহী ৬জন কংগ্রেস বিধায়কের বিধানসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া। দলত্যাগ বিরোধী আইনে বৃহস্পতিবার তাঁদের সদস্যপদ খারিজ হয়েছে বলে জানিয়েছেন হিমাচলের স্পিকার। দলীয় হুইপ অমান্য করে বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকারের বাজেট প্রস্তাব সংক্রান্ত অর্থবিলের পক্ষে ভোট না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কড়া পদক্ষেপ করা হয়েছে। এর ফলে আপাতত কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমলেও আস্থা ভোটের প্রসঙ্গ এলে বিদ্রোহী বিধায়কদের আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে পারে সুখুর নেতৃত্বাধীন হিমাচলের কংগ্রেস সরকার। যদিও হিমাচলে কংগ্রেস সরকারের অভ্যন্তরীণ বিবাদের সুযোগ নিয়ে ঘুরপথে সরকার ফেলার সবরকম চেষ্টা শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্ররোচনাতেই খোদ প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংয়ের অনুগামী বিধায়করা রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে হারাতে বিজেপি প্রার্থীকে ভোট দেন। এমনকি মন্ত্রিত্ব থেকে পদত্যাগের চিঠি দিয়েছেন প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্যও। সব মিলিয়ে হিমাচলে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে সামনে রেখে সবরকম কূটকৌশল প্রয়োগের চেষ্টা শুরু করেছে বিজেপি। আর তা রুখতে এবার পদক্ষেপ করলেন বিধানসভার স্পিকারও। সদস্যপদ খারিজের বিরুদ্ধে এদিনই হিমাচল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহীরা।