বাংলায় এসে সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমন কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি৷ শেখ শাহাজাহানের নাম না করে মোদির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তৃণমূলের রাজত্বে তৃণমূলের এই অপরাধী নেতা দু মাস ধরে পালিয়ে বেড়ালেন৷ কেউ না কেউ তো তাকে সাহায্য করেছেন৷ এ দিন আরামবাগের জনসভায় বক্তব্যের শুরুতেই সন্দেশখালি কাণ্ডের কথা তোলেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘মা মাটি মানুষের ঢোল যারা পেটায়, তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশে আক্রোশ তৈরি হয়েছে৷ রাজা রাম মোহন রায়ের আত্মা যেখানেই থাকুন না কেন, সন্দেশখালির এই ঘটনা দেখে কাঁদছে৷’ প্রধানমন্ত্রী মোদি এও বললেন, ‘মা, মাটি, মানুষ, এই ঢোল যে পেটায়, সেই তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে দেশ দুঃখিত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘সব হিসাব ভোটে হবে। আজ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা বোনদের কষ্টের থেকেও বেশি? ইন্ডি জোটের নেতাদের দেখে আমার সবচেয়ে কষ্ট হয়। এরা তিন বন্দরের মত চোখ, কান, মুখ বন্ধ রেখেছে। এরা পাটনা, ব্যাঙ্গালোর কোথায় কোথায় সভা করে। কিন্তু এরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে পারে না। এরা সন্দেশখালির মা, বোনদের দিকে তাকায়নি পর্যন্ত একবার’।