করোনার আতঙ্ক কাটিয়ে ক্রমশ পুরোনো ছন্দে ফিরছে কলকাতা। তাই এবার অফিস টাইম বাদে অন্যসময় ই-পাস বন্ধ করার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে স্মার্ট কার্ড বাধ্যতামূলক। মেট্রো সূত্রে খবর, আগামী সোমবার নন-পিক আওয়ার অর্থাৎ দিনের ব্যস্ত সময় ছাড়া কোনও ই-পাস লাগবে না। সোম থেকে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে আটটা পর্যন্ত ই-পাস লাগবে। আর বাকি সময় কোনও ই-পাস লাগবে না। রবিরার দিনভর কোনও যাত্রীরই ই-পাসের প্রয়োজন পড়বে না। ডিসেম্বরে ১৪ তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বর্তমানে মহিলা, প্রবীণ নাগরিক এবং ১৫ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে মেট্রোয় যাতায়াতের জন্য ই-পাস লাগছে না।