মেট্রো কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করেছে। তারা নিজেদের মধ্যে বৈঠক করে একটি সিদ্ধান্তে এসেছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো (Metro) চালানো হবে। রবিবার হবে না। পাশাপাশি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেট্রো চালানো হবে বলে প্রস্তাব গ্রহণ করেছে। অফিস টাইমে ১২ মিনিট অন্তর এবং অন্য সময় ১৫ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রো ব্যবহার করা হবে।এছাড়াও মোবাইল অ্যাপ নিয়ে আসার কথা জানানো হয়েছে। আগামিকাল বা পরশু রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হবে। ৮ তারিখ থেকে চালু হতে পারে মেট্রো (Kolkata Metro)। ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চালানো হবে কিনা জানা যাবে বৈঠকের পরই।


